জোরে হেঁটে চলো
ছুঁয়ে নেব পশ্চিমের পড়ন্ত সূর্য
রাতের বিছানা ধরার আগে

বাকিরা ছুটছে নিয়ম ভেঙে
ঔদ্ধত্য আর অহঙ্কারে
বাহুবলের রাগে অনুরাগে।

কফিনে মোড়া শপথের বাণী
চোখে ঘুম ঘুম আবেশ
চলো দেখি সেই সুখের শেষ

তোমার আমার মৃত্যু ভয়
ওদের নয়
রক্ষাকবচে ভরা ওঁদের  নিঃশ্বাস।

পথের পাথর ভেঙে
দূস্তর রাস্তা মাড়িয়ে গেছে
পর্ণমোচী কঙ্কাল...

বারে বারে মৃত্যু সরিয়ে
দেখতে চেয়েছে স্ব-চক্ষে
নতুন  সকাল।

এগিয়ে চলো আরো জোরে
অমৃত পুরীর অন্দরে
কনক কুঞ্জে

দু ' মুঠো আলোয় হেসে উঠি
আশাহত শ্বাশ্বত নরকে
না হয় নির্বাসিত ব- দ্বীপপুঞ্জে।