শীতটা এবার জাঁকিয়ে পড়বে
হচ্ছে মনে
ঘুম ভাঙ্গলো আজকে ভোরে
পাখির গানে ।
বারান্দাতে বেরিয়ে দেখি
ভোরের বাতাস-
শীত পড়বে জমিয়ে এবার,
দিচ্ছে আভাস।
গায়ে গরম চাদর দিয়ে
চেয়ার টেনে
বসেই আমি গান ধরেছি
আপন মনে।
গুনগুনিয়ে গাইছি গান
ভোরের রাগে,
শীতের রোদের আলতো পরশ
ভালই লাগে!
পূব দিকেতে তাকিয়ে দেখি
চক্রবালে
নাচছে ভোরের প্রথম আলো
তালে তালে!
শিশির বিন্দু আকাশ থেকে
পড়ছে ঝরে
মানুষ জন উঠছে জেগে
ধীরে ধীরে।
শীতের সকাল, ঘুম ভাঙ্গতে
একটু দেরি,
ভেঙ্গেছে আড়মোড়া শহর,
আভাস তারই
পাচ্ছি আমি, রাস্তা ঘাটে
এখন দেখি
গরম জামা,শাল, সোয়েটার,
ছবি আঁকি !
শহর ছাড়াও দেখেছি শীত
গঞ্জে গ্রামে
বিকেল শেষ হতে না হতেই
সন্ধ্যা নামে ।
তখন শীতের কামড়খানা
মস্ত খাঁটি
ঠক্ ঠকাঠক্ কাঁপি,লাগে
দাঁত কপাটি !
রাতের খাবার জলদি সেরে
যেই বিছানায়
শুতে যাই ঢুকি যেই
লেপের তলায়,
তখন মালুম আরাম পেলুম
স্বর্গ সুখ!
নেই পরোয়া যতই না শীত
দাঁত খিঁচোক ।