এক এক্কে এক
সামনে চেয়ে দেখ
দুই  এক্কে   দুই
মস্ত পাকা রুই !
তিন এক্কে তিন
মাংস কিলো তিন !
চার এক্কে চার
সঙ্গে ইলিশ আবার !
পাঁচ এক্কে পাঁচ
আনন্দেতে নাচ ।
ছয় এক্কে ছয়
আর কী দেরি সয়?
সাত এক্কে সাত
সরু চালের ভাত।
আট এক্কে আট
সঙ্গে আলুর চাট ।
নয় এক্কে নয়
মিষ্টি রকম ছয় ।
দশ এক্কে দশ
আপেল ফলের রস!
একের নামতা শেষ
লাগল খেতে বেশ ।