রামের মেরে শ্যাম নেবে
শ্যামের খাবে যদু
এরকম না হলে পরে
জমে যাবে মধু
হাতবদল যদি অব্যাহত
সমস্যা কি হতো!
এ হাত ও হাত সে হাত ঘুরে
অনেক বেড়ে যেতো
আধা কবি আধা বিপ্লবী
সর্বনাশের গোড়া
চুল থেকে নখ সারা অঙ্গ
দ্বিচারিতায় ভরা
স্বাদ আছে মা সাধ্য যে নাই
ইচ্ছে আছে, কি করে চাই!
এই ন্যাকাদের মেকি সততায়
অর্থনীতি খোঁড়া
দরকার যখন বন্দুক বারুদ
হাতে ফুলের তোড়া
সারা দেশ টা ধুঁকছে
মোরের চায়ের দোকানে বসে
ফটাফট খই ফুটছে
শুকনো আঁতেল সবজান্তা
নুন আনতে উধাও পান্তা
হকের পাওয়া ছিনিয়ে নেওয়া
ওটাই কাম্য কাজ
পেটের ক্ষিদে মেটা অন্তত
ক্ষণিক ক্ষত্রীয় সাজ।
অভিনেতাদেরও বলিহারি
সেদিনের কথা খুব দুরে নয়
ঘরে ঠিক করে চড়ে না হাঁড়ি
হঠাৎ দেখে ধানের গোলা
হাড় হাভাতে জ্বলছে নাড়ি
"ম" "ম" গন্ধে মারছে মোচর
অভুক্ত পেট প্রানের কোচর
দুহাত ভরে নিচ্ছে হাতে
বুদ্ধি খরচ ক্ষুধার খাতে
ক্ষুধা সুধা ক্ষুধা বসুধা
যতই ভর হচ্ছে আধা
পরিমিতি বোধ গেছে চুলোয়
"আরো আরোর" গোলক ধাঁধা
বন বন ঘুরছে মাথা
কোথায় যেন থামতে হবে!
মেতেছি, সব কুড়াবো
বস্তা বস্তা বেঁধে বেঁধে
আরো কত পড়ে আছে
কি ফেলে কি ছাড়বো
বেলা পড়ে এলো বুঝি
ফিরবার রাস্তা খুঁজি
দেখি আমি পড়ে আছি
কেউ নেই কাছা কাছি
"সব নেব" এই আশা নিয়ে
বোঝা গুল তুলতে গিয়ে
মুখ থুবড়ে পড়ল গর্তে
হুশ করে প্রাণ উড়ে গেল
নেতা থেকে গেল মর্তে
এই হল সমাজ দর্পন
একই প্রবাহের তর্পন।