পাহাড় থেকে বের হয়ে বহু
বন্ধুর পথ পেরিয়ে
চলেছে নদী, বাঁকে বাঁকে রেখে
নানান চিহ্ন ছড়িয়ে।
আঁকাবাঁকা পথ কখনো গভীর
গম্ভীর তার মূর্তী,
কখনো আবার অগভীর পথে
কলতানে তার স্ফুর্তি !
কখনো বইছে তির তির করে
কখনো খরস্রোতা
দু'কুল ভাসিয়ে ধ্বংসের লীলা,
কখনো জীবন দাতা।
চলেছে নদী আপন খেয়ালে
যেতে হবে বহু দূরে,
যেখানে দয়িত অপেক্ষা করছে
সেই মহা সমুদ্দুরে ।