অষ্টমীর রাত কেটে গেল নাটকীয় ভাবে
যেখানে আমার কোনো জোর ছিলো না
তুমি কাছে পেয়ে দূরে সরিয়ে রাখলে
সারারাত জেগে কাটাই তোমার দিকে চেয়ে
অথচ ভোর হতে না হতেই
তুমি আমাকে একা রেখে চলে যাও
নবমীর ভোরে...
তোমার অভিনেতা বন্ধুর কাছে
যেখানে তুমি সারাদিন ব্যস্ত থাকো
সন্তানের অনুপস্থিতিতে....