তোমার মুখে হিতোপদেশ
শুনতে শুনতে কখন
স্নেহের রাজ্যে হারিয়ে গিয়েছিলাম .
পিতা ও পুত্রের মিলন দৃশ্যে
নতুন জন্মের সেতার বাজে
রাতের জোনাকিরা আনন্দে গান ধরে
তোমার মনে কখন কি মনে হয়
দূরে অজানা পৃথিবী
দাঁড়িয়ে দেখি তা দূর থেকে
তবু তোমার সন্তান
স্নেহের স্মৃতি নিয়ে অপেক্ষা করে
তোমার মূল্যবোধের কাছে হেরে যায়