আর
অপেক্ষা নয় আর
দু:খ নয় আর
সব কিছু ভুলে
আমি ঘুমাতে চাই
অবজ্ঞা অবহেলার শেষে
শেষ ঘুম নিতে চাই
তোমার নেশা
আরও দিন রাত বাড়ছে
অন্ধের মতো মগ্ন
মিথ্যার প্রহর গুনে গুনে
সম্মুখে দেহের গন্ধে
রোজ রোজ বাড়ছে প্রত্যাশা
আমি এর থেকে মুক্তি চাই
তোমার কোলে স্নেহ ঢেকে
শেষ ঘুম ঘুমাতে চাই
আমি তারাদের ভীড়ে
চলে যাবো
তাই শুধু মুক্তি চাই....