মুখোশের আদপে মানুষটির ভেতর নোংরামি খুব স্পষ্ট
ঘর সম্পত্তি সবই আছে শুধু নিজেকে লুকিয়ে
অপরের ঘরে বাসা বাঁধে
কেবলই গোলকধাঁধায় অজস্র মানুষকে পথে পথে ঘোরায়
রূপ নেই,কোনো গুণ নেই শুধু কৃত্রিম মুখোশের আবরণ
অথচ তুমি আজ ঝাপসা, সেই স্রোতে ভেসে যাচ্ছ অজানা নিরুদ্দেশে
কাছে থাকলে জেনে নিতাম
তোমার এমন কি মুখোশ জন্মের প্রয়োজন আছে...