বিশ্বাস টা খুব ছিল সেদিন থেকে  অন্ধের মতো
যেদিন নিবিড় আশ্রয়ে স্থান দিয়েছিলে
দু:খের মাঝে আনন্দের কিছু ছোঁয়া
পেয়েছিলাম  সেই বিশ্বাসের মাঝে
ক্ষণিকের সেই আবেগে
দিশাহীন স্বপ্নগুলি ডানা মেলে ছুটতো রাতভর
পিতা ও পুত্রের  মিলনের স্ফুলিঙ্গ- আলোয় ভরত সোহাগ
বিনিদ্র রজনীপরে  ভোরের পাখির ডাকে
শুধু ভরা ছিল  তোমারই  মুখের প্রতিশ্রুতি
ভোরের আলো ফোটার আগে
বিশ্বাসে মিলিয়ে যেত তা...