কত সহজে  তোমার বলে যাওয়া কথা গুলোতে
মিথ্যের রঙ ছড়াও
কত ভাবে ভালোবাসার আশ্বাস
নাটকীয় রূপ গুলো  বদলে ফেলে
অভনয়ের পরতে পরতে  
তোমার দেওয়া বিশ্বাসগুলো  
তোমার  মুখের আড়ালে মুখোশে ঢেকে যায়
তুমি   রঙ বেরঙের  ভাষায় কোলাজ মাখাও
পবিত্রতার  আবরণ ঢেকে

সুন্দর ভালবাসাগুলো পুড়িয়ে  দাও
কি আশ্চর্য!  তোমার মুখের চরিত্র!