মনটা বড়ই উতলা আজকে
কিছুই ভাল লাগছে না
আমার বাবা অসুস্থ শরীর
পাচ্ছে বড় যন্ত্রণা !
মাঝে মাঝে ওঠে হাই সুগার
ডাক্তারাও চিন্তিত খুব
আমি অসহায়, বাড়িতে বসে
বাবার কষ্টটা করি অনুভব ।
কষ্টটা ক্রমে ভয়ের আকারে
মনটা করছে গ্রাস আমার,
ঈশ্বরের কাছে প্রার্থনা করি
দিও না কষ্ট দিও না আর।
আজকে, প্রভু তোমার প্রার্থনা
পড়ুক ঝরে বাবার  ওপর
মনটা উতলা অশান্ত বেশ
যতক্ষণ না ভাল পাচ্ছি খবর।
মনটা আমার অস্থির খুব
বাবাকে না দেখতে পেয়ে
কেমন আছে বাবা আমার
সময়গুণি অসহায় হয়ে।