অনেকগুলো কষ্ট যখন একত্রিত হয়ে দু:খের সংসারে মেশে
আর তখনই জীবনবৃত্তে তৈরি হয় মনোরস
যে যেভাবে ভালোবাসার রঙ মেখে রঙিন জীবন প্রচ্ছদ আঁকে
তার এই বিন্যাসে সত্য ও মিথ্যা কতটা জানা নেই
যা কিছু কথা দেওয়া তা যেন আপেক্ষিক আবেগের ঘোর
জোয়ার ও ভাটার মতো প্রতীতী
শুধু অপেক্ষা সময়টুকু সাজাতে পারলে জ্যামিতিকের মতো অসাধারণ।।