স্বাধীন ডানায় নয়তো স্বেচ্ছাচার
দ্বন্দ্ব ভুলে ছন্দে হোক বাস
সঠিক দামে সবাই খাদ্য পাক
সবার ঘরে লক্ষী বারোমাস।
দূর  হটো দূষন দেশের
শ্বাস বায়ু হোক পবিত্র
সবার পায়ে কাদামাটি
আমরা পরষ্পর মিত্র।
অমাবস্যার ইতি হোক
জ্যোৎস্না ভরা স্বাধীন চাঁদ
কুচক্রী সব দেশের শত্রু
কেটে দাও অবিশ্বাসী ফাঁদ।
নয়তো অসম্মান নারীর
বাজুক সাম্যের গান
সুস্থ পরিবেশ পশুপাখির
মধুর সহাবস্থান ।
হাতে হাত রেখে সবাই
থাকুক মানুষ মানবিক হর্ষে
ঐ তো স্বাধীন কুসুম সূর্য
বাঁচিও বাঁচাও মননের উৎকর্ষে।