তোমার সুখের কথা না ভেবে
যাকে সুখ দেওয়ার আশায়
দিন - রাত তোমার আশ্রয়ে রেখেছো
একদিন দেখবে—
সে তোমার সেই আশ্রয়ের নীচে
নিশ্চন্তে ঘুমোচ্ছে
আর তুমি—
আপন আশ্রয় হারিয়ে
মনের মাঝে সুখ পুড়াচ্ছো

আর সেই মনের খোঁজ করার জন্য
কেউ থাকবে না।