তুমি যে নেশার শিকড়ে অনেকদূর চলে গেছো
তা ফেরাতে পারবো কিনা জানি না
তোমাকে যেভাবে  অন্ধকারে  টেনে নিয়ে যাচ্ছে
ধীরে ধীরে তোমার সমস্ত শারীরিক ডানায়
ভর করে নেচে বেড়াচ্ছে
তুমি তা সব জেনেও  
তোমার  নির্দিষ্ট সীমা  ছেড়ে  
অলৌকিক মোহে ডুবে যাচ্ছো
শুধু  মুখোশের আদলে....