আর একটু মানসিক যন্ত্রণা দাও
যতটা সময় তোমার আছে ঠিক তারও বেশি
তোমার যেন মনে আনন্দ আসে
যেভাবেই খুশি থাকলে তুমি
আর একজনের কাছাকাছি যেতে পারো
আমাকে দু:খ দিয়ে, তুমি তাকে সুখী করো
দিন ও রাতের ব্যবধান কমিয়ে দিয়ে
কাছাকাছি যাও
শুধু তোমার ও আমার মাঝে মায়া পড়ে থাকে
তোমার দেওয়া অবহেলায়...