মেয়েটা ক্রমশই রোদ্দুর হয়ে উঠছে!
তাপ বাড়ছে,
খরতর তাপ
সমস্ত জলাশয়
উষ্ণতা নিয়ে ক্রমশই আকাশমুখী।
মেয়েটা ক্রমশই মেঘ হয়ে উঠছে!
চারপাশ থেকে ছুটে আসছে মেঘ।
সাদা মেঘ
কালো মেঘ
নীল লাল সবুজ মেঘের মিছিল...।
বিদ্যুৎ চমকাচ্ছে...
মেঘের গর্জন,
আকাশের বুক চিরে ঐ তো সেই মেয়ে!
মেয়েটা ক্রমশই বিদ্যুৎ শিখা হয়ে উঠছে!
ও মেয়ে, তুই আয়।
নেমে আয় তুই।
প্রজাপতি হোস না আর।
তুই ঝড় হ।
তুই আগুন হ।
তুই দশভুজা হ।
নেমে আয়...
নেমে আয় দুরন্ত অগ্নি শিখায়।
মেয়েটা ক্রমশই মিছিল হয়ে উঠছে...।