দীর্ঘ পথ হেঁটে যাই। একটা ছায়ার পেছন পেছন
শুধু মা'কে দেখবো বলে
একযুগ সেই মুখ দেখিনি
কেবল অনিদ্রায় কাটে দিন
আমার শরীরে
এখনোও স্নেহের দাগ ও মায়ের আদর
মায়ের রাশি রাশি যন্ত্রণা ছড়িয়ে ছায়ায় ছায়ায়
সেই সব শুনতে পাই নিভৃত গ্রামের পথে
মায়ের সঙ্গে শৈশব ও কৈশোর
অনন্ত ব্যথা বেদনা ও অনেক অত্যাচার
দগদগে ক্ষতগুলো...
আজও আমার শরীরে জমে আছে
অস্পষ্ট ছায়ায় —
মায়ের সঙ্গে কিছুটা সময় ভাগ করে নিই