শীতের রাত
মায়ের মৃত্যুর পর শ্মশানে
আগুনের স্রোতে
ভেসে গিয়েছিলাম
সম্পূর্ণ একাকী...
সমস্ত কাজ নিজে শেষ করি

আমার হাতে অস্থি
আমার হাতে ছাই

মায়ের ভস্মের ভিতরে
আমার শৈশব, কৈশোর  
মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায়...