জল থেমে নেই -----
পরিপূর্ণ পরিশুদ্ধতার পরিচয়ে
সাগরের টানে বুক চিরে এগিয়েছে
পলি বালি সহচরী পাপ নিয়ে।
দু" কূলে বসে অলস কলমীলতা
বেতো জঞ্জালের আলিঙ্গনে
নদীর বুকে অহল্যা পাষাণে
থেমে আছে চৈতে খরার গুঞ্জনে।
পেটের কাঁটায় মায়ের লজ্জা
বদনাম বহুদূর
দু " কূলের ভাঙনে
পরশুরামের সুর।
পাপের সমাবেশে সাগর কুঞ্জ
রঙ হারানোর ভয়ে
ঢাল করেছে ডুবো পাহাড়
জল তবু সামনে পা বাড়িয়ে।