মাটিতে সন্ধ্যায়  মায়ের ছায়া পড়ে
মা ফিরলে জন্মভূমি সেজে ওঠে
ভীষণ নরম মুখ আমাকে ছুঁয়ে
সেই মাটির খুব  কাছে —
মায়ের চোখ থেকে ঝরে পড়া
সংকল্পের বিভাবরী
আমাকে জীবনের সব আলো দিয়ে
বেঁচে আছে সেই মাটির ভেতর...