মাটির ঘর মাটির মানুষ
হারিয়ে যাচ্ছে ক্রমে ক্রমেই
গ্রাম গঞ্জের চেহারাও
পাল্টে যাচ্ছে,আর দেখা নেই
সাবেক কালের পল্লী গ্রাম,
হারিয়ে গেছে সে সব মানুষ
উজ্বল ছিল যাদের নাম ।
যে দিকেতেই তাকাই এখন
অবক্ষয়ের চিহ্ণ দেখি
মনুষ্যত্ব বিকিয়ে গেছে
লোভের কাছে, বেবাক ফাঁকি !
ক্রমে ক্রমেই বাড়ছে ফাঁক
দূরত্ব বেশ তৈরি হচ্ছে
স্নেহ মমতা ভালবাসা
ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।
সুর কেটেছে অনেক আগেই
এখন স্পষ্ট যাচ্ছে বোঝা
মানুষ এখন বেশ প্যাঁচালো
মানুষ নেই আর সরল সোজা।