প্রতি মুহূর্তেই ভাবি
আমি তোমায় ভুলে যাবো
কিন্তু কে যেন
তোমার কাছে পাঠিয়ে দেয়
বারবার আবারও ফিরে আসি
তোমার দেওয়া অপমানের উপহার নিয়ে
তবুও
মনে পড়ে তোমার দেওয়া স্বপ্নের ভেতর
জেগে ওঠা সেই কথাগুলো
তুমি কত কৌশলে
আমার সব কিছু কেড়ে নিয়ে
ভাঙা সেতুর মাঝখানে দাঁড় করিয়ে দিলে
আমি ও আমার স্বপ্ন গুলো
অসহায় ভাবে ভাসতে ভাসতে
দূর সমুদ্রে তলিয়ে গেলাম...