"পাতার সংশ্রব  থেকে ফুল ছিঁড়ে দাও
আমি হাতে নেবো
বহুদিন হাতে ফুল ধরিনি সহজে
ফুল দাও,পাতা দাও,কাছের বাগানে
আমি হাতে নেবো।"
( শক্তি চট্টোপাধ্যায়)

তোমার প্রতিটি উচ্চারণ ছিল ভালবাসার মোনাজাত
প্রতিটি শব্দ মানুষর জন্য
তোমার কণ্ঠে শব্দের গাছ
নিরুপম ভালবেসে উজ্জ্বল  করে
গভীর প্রেম বিলিয়েছিলে

তোমার এই আহ্বান
শিখিয়েছে  মাথা উঁচু করে দাঁড়াতে
তোমার পায়ে পায়ে ছিল
গাছেদের বেঁচে থাকার
মানচিত্রের স্বপ্ন
তুমিই কবিতার অনন্য উপমা