মাঝে মাঝে মনে হয় —
এই সংসার, এই পরিবার ছেড়ে কোথাও চলে যাই
যেখানে কতগুলো গভীর নির্জনতা চুপ করে শুয়ে আছে
আমাকে নিবিড় হয়ে ডাক দেয়
আর,
আমার শৈশব ও কৈশোরেবেলার স্মৃতিগুলো ঝুঁকে পড়ে
আমার স্থির ও ধীর স্বপ্নগুলো ভোরের নবীন আলোর মতো
স্পষ্ট হতে হতে আমার অন্তরালে ফেরে
আমি একাকি জেগে থাকি এইখানে
আমার বর্তমান ভবিষ্যৎ পুড়ে যায় প্রশ্নহীন ভাবে
আমি একা বাঁধাপথে চলে যাই
অনেক, অনেক দূরে...