এলেই যখন মা তুমি এবার
আঁধার কেন করলে না দূর
যেদিকে তাকাই কোথায় আলো?
চারদিকে শুধু বিষাদের সুর।

শুধু খুনোখুনি আর নষ্টামি
শিশুরাও নয় সুরক্ষিত আজ
নারীর সম্ভ্রম চুলোয় গেছে
চারদিকে শুধু অশালীন কাজ।

আঁধারে আলোর আশায় ছিলাম
সঙ্গে নিয়ে আলোর ছটা
তুমি এলে মাগো, তবু চেয়ে দেখি
কাটলো না সেই অন্ধকারটা!

ঘটা করে তোমায় পূজা করি তবু
তোমারই স্বরূপ বিপন্ন আজ
তুমি এলে মহা কালী রূপে তবু
কায়েম রইলো আঁধার রাজ!

তোমার পুঁজা তো করিনা আমরা
উৎসব করি তোমায় নিয়ে
আলো, বাজি নিয়ে মাতামাতি করি
লজ্জা ঢাকি আঁধার দিয়ে।