আমার বাবা একজন  সহজ সরল মানুষ
স্বার্থপর মানুষ একজন করে শুধু বেহুঁশ
পড়ে থাকে নিজের ঘর ছেড়ে
ব্যবহৃত হয় বাবা নিয়ম করে
নিজের প্রয়োজনে বাবাকে করে সে বেহুঁশ