মনে প্রাণে আজ রঙের বাহার
আজ যে খুশির দোল,
আবিরে আবিরে চারিদিকে রাঙা
প্রাণেরই হিল্লোল!
রঙ তো লেগেছে শিমূল পলাশে
রাঙা যে চম্পা চামেলী,
হৃদয়কে আজ রাঙাতে রঙিন
এসো সবে রঙ খেলি।
এসেছে যে দোল প্রেমের সাঁঝিতে
বসন্ত হাঁকছে দ্বারে,
রঙে রাঙা আজি প্রেমিক হৃদয়
ভালোবাসার রঙ বাহারে!
রঙ লাগবেই দেহেতেই আজ
রঙ লাগবে দেহ মনে,
রাধার প্রেমে কৃষ্ণ হৃদয়ে
তাই খুশির জাল বোনে!
দোল ফিরে আসে রাঙাতেই মন
আনন্দেতে আলাদিন,
ক্ষন ভালোবাসা পায় পূর্ণতা
সব বাধা করে লিন।