যেখানে আজ রক্তমাংসের চাঁদ নেমে আসে
প্রাণ বিনিময় খেলার মাঠে
আশ্চর্যভাবে সবাই তখন ঘুমে বিভোর
শুধু নিরন্ন এক মায়ের কোলে
রাতভোর জেগে থাকা অন্নহীন শিশুর
পিটপিট চোখে তাকিয়ে...
জ্যোৎস্নার দরজা সরিয়ে একফালি চাঁদ
ঠোঁট রেখেছে নিভন্ত উনুনে
সহসা জ্বলে উঠেছে লাল মোরগফুলের মতো আগুন
সশব্দে আকাশ থেকে ঝরে পড়ছে চাল সহ রান্নার উপকরণ
যেন ক্ষুধার্ত মানুষের দেশ ঘিরে
শুরু হবে রান্নার উৎসব।
কত দিন, মাস, বছর কেটে গেছে অনাহারে, অনিদ্রায়
আজ পেটপুরে খাবে সবাই
একের পর এক লাইন ভেঙে
জোয়ারের মত মানুষ ভিড়ছে
তার মাঝে একটিও শিশু যেন
ক্ষুধার্ত না থাকে....
আবারও সেই ক্ষুধার্ত মানুষের দেশে...