কত সহজে ঠকাও
আমি সামান্য দু:খ পাই ঠিকই
তবে কিছুটা হলেও
তোমাদের ধূর্ত জীবনের পরিচয় পাই
তুমি যেভাবে বিরহ গাঁথামালা উপস্থাপন করো
আমি সরল মনে গ্রহণ করি
অথচ তুমি দিন রাত
আমাকে সহজে ঠকাও
আমি বোকা মনে তোমাকে বিশ্বাস করি
আর শ্রদ্ধা করি তোমাকে এবং
তোমার ঠকানো মনকে
কারণ তোমার কাছে ঠকতে ঠকতে
তোমার চালাক ও সেয়ানা জীবনের কাছে
আমি সরল মানুষ হয়ে উঠতে চাই।