কত সহজে চলে যাওয়া যায়
একটা সরল বাক্যে ঘটে যায়
এমন কি বাক্যের কোনো প্রকারই
ব্যবহার না করে এমন করা সম্ভব
তুমি দুভাবেই তা করতে পেরেছিলে
সত্যি তোমার মনের জোর আর একাকিত্ম
এতো বেশি ছিল বলেই
তোমার সাথে পাশাপাশি থেকে এতোদিন তাই বুঝেছিলাম
তোমার সাথে আত্মিক বন্ধন বেড়ে গেলে
তুমি আমাকে উপেক্ষা করেছিলে
তবুও তোমাকে আমি বুঝতে পারি নি
কত সহজে যে চলে যাওয়া যায়
তা তুমি জ্ঞানচক্ষু খুলে দিয়ে গেলে।