বহুদিন পরে আকাশ ঘুমোচ্ছে আজ
পাসের নদীটিও একটা আলোর হরিণ রাতের দু'চোখ খুলে
কোলাজ এঁকে যাচ্ছে অনাবিল শুভ্রতার ধ্বনি
এই তো সময়কাল
হরিণের ভাষা শুনে দ্রুতলয়ে মেঘের প্রপাত
নক্ষত্র খোঁজ না আর তুমি
সময়ের ছোঁয়া লাগে ঘুমভাঙা জোনাকের
অসমাপ্ত চাঁদ জানে তোমার গোপনীয়তা
দিন- রাত,মাস- বছর জুড়ে
তবুও কথকতা।