সকাল  থেকে সকাল
শুধু কথা বলা হলো কিন্তু ক'টা  কথা বলা হলো
তার মানচিত্রে ধরা পড়লো না
শুধু কারণে - অকারণে  সরিয়ে দিলে
অচেনা মানুষের ভীড়ে
শুধু  কথা প্রসঙ্গে ভালো থাকা আর মন্দ থাকা
কেবলই মালবাহী ট্রেনের মতোই  কথা বলা চলল
কিন্তু যতদিন তুমি একই পথ ধরে কথা বলে এলে
সেই পথ আজ যেন তোমার কাছে অচেনা লাগলেও
সেই কথার কতটা গুরুত্ব  তা জানার আগে
মানচিত্রে জায়গা হয়ে গেল...