তোমাকে বিশ্বাস করতে করতে
জীবনের বাকি সময়টুকু নষ্ট করে দিলাম
তবুও তোমাকে ঠিক বুঝে উঠতে পারলাম না
তোমার মন আর মুখ আলো ও অন্ধকারের মতো
নিজের বিবেক অন্যের কাছে
সস্তায় বিক্রি করে
নিজের রাত যাপনের ছবি আঁকো
অথচ তোমাকে বিন্দুমাত্র ভালো না বেসে
সে নতুন করে অন্যের ঘরে বাসা বাঁধে
তুমি তাঁর চিন্তায় থাকতে থাকতে
সামান্য কারণে আমার বিশ্বাস ভেঙে দাও
তারপরও শুরু হয় কষ্ট জীবন।