তোমার অতীত কষ্ট শুনতে শুনতে
কখন যে তোমার সন্তান হয়ে উঠলাম তা
সময়ের স্রোতে বুঝতে পারি নি
অথচ তোমার মুখ যে আভরণে ঢাকা
তা কেবলই তোমার অলৌকিক নেশা মাত্র
সন্তানের অধিকারে দিন রাত
তোমার কাছে, তোমার উঠানে ছুটে গেলেও
তুমি যত্নকরে কোলে তুলে নাও,
তারচেয়ে তিনগুণ অপরের বুদ্ধিতে হাঁটতে হাঁটতে
তুমি সেই অতীত স্মৃতির কষ্টে ফিরিয়ে নিয়ে যাও..