গল্পদের দেশে আড়ি হবার মুহুর্তে,
দেখা হবার অপেক্ষায়—
কষ্টগুলো দাগ কাটে বাস্তবের সারণীতে!
ভালো থাকার অভিপ্রায়,
হৃদয়ের নক্ষত্ররা বিচ্ছেদে-
এরপরেও কি ভালো থাকা যায় নিভৃতে?
যদি জোর থাকে,ফিরে আসবই-
ফের মিলে মিশে যাব-
ক্ষমা হোক যত আগের অপরাধবোধে।