সেলাম তোমাকে সেলাম
কমরেড লাল সেলাম
তোমার ইচ্ছেগুলো আজ
জনতার বুকের পাঁজরে কান্না
চারিদিক স্তব্ধ অগ্রগতি
শোকের মিছিলে সংহত করি শক্তি
শেষ হল একটা যুগের যুদ্ধের আস্তানা
কমরেড লাল সেলাম

আজ তোমার শেষ যাত্রায়
শঙ্কাবিহীন দৃঢ়তার সাথে
রক্তপতাকা আকাশেতে তুলে ধরলাম