সম্পর্ক কেবলই কি সম্পর্কের জন্য?
না শুধু মায়ায় বেঁধে চলে যাওয়ার জন্য?
আসলে একটা সম্পর্ক তৈরি করতে যত সময় লাগে
আর সম্পর্ক ভেঙে দিতে সেকেন্ডের হেরফের হয় না
আত্মা কিংবা রক্তের সম্পর্কের টান
কেবলই মনে হলে হৃদয় আগে বোঝে
তাই কিছু সম্পর্ক শাশ্বত, চিরায়ত
সেখানে রক্তের দাগ আছে কিনা
তাতে কিচ্ছু এসে যায় না