অন্ধকার  বৃষ্টির রাতে আর আকাশে যখন
চাঁদ নেই — একপাল পশু - কেড়ে নেয়
একটা নারীর প্রাণ
অদ্ভুত নখ ওয়ালা মেয়ে ধরার দল
ঠোঁট, মুখ, যৌনাঙ্গ ছিঁড়ে ছিঁড়ে রক্ত খায়
হিংস্র পশুদের মতো
ঘাড়,গলা,নাক,চোখ  নখের আঁচড়ে
ক্ষত বিক্ষত করে দেয়
সারা শরীর জুড়ে  কাঁচাকাঁচা রক্তে
আরজিকর হাসপাতালে জোয়ার আসে
নির্মম রক্তের স্রোতে  বর্বর পশুরা খেলা করে সারারাত
চারদিকে  বাতাসে যন্ত্রণার নিস্তব্ধতা

আরজিকর হাসপাতালে পড়ে থাকে
ক্ষুধার্ত কামনার মানুষের ঘ্রাণ
ডাক্তারি শিক্ষার স্বপ্ন - প্রেম- মৃত্যু : দূরে স্বপ্নের জন্মভূমি