আজ আমি ক্লান্ত
সকালে সেই জবা গাছটার নীচে
দাঁড়িয়ে  মায়ের জবাফুল তোলার কথা মনে পড়ে
মা রাস্তার পাশ থেকে দুটো ফুল তুলে নিয়ে এসে
পুজো দিতে নিজের মতো করে
আমি মায়ের পাশে বসে
মায়ের মুখের দিকে তাকাতাম

আজ আমার নিজের জবা গাছে আছে
সবাই আছে
শুধু আমার মা নেই

আজ খুব মনে পড়ে মা-কে...