তোমার খবর শুধু সন্তান জানে
যারা শুধু তোমার অর্থের লোভে
তোমাকে ঘিরে আনন্দ করে
তুমি গলানো মোমবাতির মতো একটু একটু করে
গলে যাও
তাদের শিকার হয়ে ওঠো
তারা তামাসা করে, তামাসার সাথে
অতিকথন
তাদের কিছুই নেই
শুধু তাদের নাটকের মূহুর্তগুলো
দেখতে দেখতে তুমি
সন্তানের খবর তাদের ভিড়েও
তোমার মন থেকে হারয়ে যায়
শেষ পর্যন্ত বাবার কাছে
সত্যি সত্যিই ছেলে খবর হয়ে যায়।