সকাল বেলায় চায়ের কাপে
চুমুক দিতে মজা ভারী
দুপুর বেলায় ভাল্লাগে বেশ
চিংড়ি মাছের মালাইকারি ।
বিকেল বেলায় আমার তো বেশ
হাল্কা করে চিড়ে ভাজা
আর পোটাটো চিপস্ হলেই
চা খেতে বেশ লাগে মজা ।
রাত্রি বেলায় ফুলকো লুচি
আলুর দম আর মাংস কষা,
এ সব খাবার ভীষণ প্রিয়
মনের সুপ্ত অভিলাষা ।
একাশি পেরোনো বয়সটা এখন
ট্রাইগ্লিসারাইড গেছে বেড়ে
কোলেস্টেরলও বেশ বেড়েছে
খাবো এ সব কেমন করে ?
ক্যান্সারেও ভুগছি আমি
ক্যান্সার আমার জি,আই ট্র্যাকে
এসব খাদ্য খেলেই জানি
পড়ব আমি ঘোর বিপাকে।
ডাক্তারদের কড়া নিষেধ
এসব খাদ্য ব্রাত্য, তাই
পদ্যে লিখে খাদ্যের নাম
মনের খিদের স্বাদ মেটাই।