সমস্ত সময় আমার শরীরে ঢেউ দেয়
আমি ক্রমাগত সেই স্রোতে ভেসে যাই
আমার প্রিয়জনেরা শুধু চেয়ে দেখছে
আমি কি ভাবে পাক খাচ্ছি
তাদের মধ্যে কেউই একজন
আমাকে বাঁচানোর চেষ্টা না করে
আস্তে আস্তে একটা রাস্তার সীমানায় মিশে যায়
আমার জীবনের সাথে
কেউ-ই নেই আমার...