মাছ কাটে মাছবালা
গিন্নী সব্জি কেটে
ঝালে ঝোলে অম্বলে
রান্নাটা করে বটে ।
পাঁঠা আর খাসি নিয়ে
কসাইয়ের কাটাকাটি
গিন্নী বানালে ঝোল
আমি খাই একবাটি !
কাঠ কাটে কাঠুরে
নানান কায়দা তার
মুন্সীয়ানার সাথে
বানায় ফার্নিচার ।
নাপিতের চুল কাটা
সেও বড় টেকনিক্
নানান ছাঁটের কাটা
ভেবে নিয়ে সব দিক।
দর্জি নিপুণ হাতে
দামী clothes কেটে শেষে
সার্ট আর প্যান্ট কোট
বানাচ্ছে অক্লেশে !
ডাক্তারও ওস্তাদ
কাটাকুটি বিশারদ !
মানুষকে কেটেকুটে
জুড়ে দেয় পটাপট !
টিচারের কাটাকাটি
পরীক্ষার খাতাতে
সুযোগ পেলেই খুশি
নম্বর কাটাতে !
পকেট কাটছে যারা
তারাও তো নয় কম
ভিড়ের মধ্যে চলে
কাটাকুটি হরদম ।
আরো আছে কাটাকাটি
শুনে বোঝা যাচ্ছে
আর কিছু না কাটুক
কেউ "ফুট" কাটছে ।
সুতরাং, জেনে রেখো
কাটাকাটি থেমে নেই
সারাটা বিশ্বে এই
রেওয়াজটা চলছেই ।