কান্নার চোখের জলের রং
তুমি কখনো কি দেখতে পাও?
দিনের শেষে তোমার অপেক্ষায়
ঠিক যখন রাতে ঘুমিয়ে পড়ো
তখনও কি অনুভব করো?
সারাটি শরীর যন্ত্রণায় ঢাকা থাকলে
কখনও তুমি কি দেখছ?
ভাবি অভিমান, সে তো সিগারেটের মতো
ভালবাসার নেশাতুর
ভেজাভেজা চোখে জেগে আছি
শিয়রে সম্পর্কের ভেতর।