আওয়াজ শুনে রাত্রি বেলায়
হঠাৎ করে ঘুম ভেঙ্গে যায়
তাকিয়ে দেখি রান্না ঘরে
জ্বলছে আলো,আমেজ করে
কুট্টি মামা পা নাচান
হাপুস হুপুস পায়েস খান !
কুট্টি মামার কাণ্ডখানা
এই বাড়িতে সবার জানা ।
তাইতো আমি চমকে দেখি
কুট্টি মামা করছেন একি!
-"মিষ্টি খেলে সুগার হয় ",
মিষ্টিতে যার ভীষণ ভয়
সেই কিনা আজ গভীর রাতে
রান্নাঘরে পায়েস খেতে
ব্যস্ত এত, নেই খেয়াল
পাসেই যে এক মেনী বেড়াল
লোলুপ চোখে তাকিয়ে বসে !
কুট্টি মামা মুচকি হেসে
খাচ্ছেন পায়েস জমিয়ে খুব,
বলছেন মুখে, "বহুত খুব।"
আসল কথা বলছি বটে
রাত্রি বেলায় ডিনার খেতে
বসেই প্লেটে পায়েস দেখে
যত্ন করে সরিয়ে রেখে
বলেন মাকে একটু হেসে,
" মিষ্টি খেলে সর্বনেশে
ডায়াবেটিস এর আক্রমণ
সন্দেহ নেই হবেই এখন।
চল্লিশটি বছর ধরে
স্বাস্থ্য রক্ষা মিষ্টি ছেড়ে,
সেই সংযম ভাঙ্গতে চাও ?
মিষ্টি রেখে আর সব দাও ।"
তবু্ও মায়ের গরজ দেখে
একটি চামচ দেখেন চেখে,
তাতেই বুঝি কেল্লা ফতে !
কোন মুখে আর বলেন দিতে
প্লেট ভর্তি পায়েস আর,
তাই বুঝি এই ফন্দি তার ।
মাঝ রাতে তাই ফন্দি করে
কুলুপ এঁটে রান্নাঘরে
একলা বসে পা নাচান
হাপুস হুপুস পায়েস খান !