বারংবার  কথাগুলো  জিভের ডগায় রেখো
যখন খুশি ছুঁড়ে দাও
ব্যবহার করো নিজের মতো
পবিত্র কথাগুলো  জঞ্জাল  ভেবে
ফেলে দাও ডাস্টবিনে
কখনো কখনো নাটকের দৃশ্য বদল করে
ছদ্মবেশী অভিনেতার জিভে জিভ লাগিয়ে
গোপন রহস্যের ইঙ্গিত দাও...