তোমার চলার পথে
যে ভয়ঙ্কর দিন আসছে
তোমার ডানে ও বামে
যাকে দেখে  তার কাছে শরীর বন্ধক রেখে
দিন ও রাতের বাজার  খুলে রেখেছো
আর যে তোমার কাছে
তোমার জন্য চোখের জল বর্ষণ করে
সেই আতঙ্কে একদিন
তারকাছে...
হাত জোড় করে জীবন ভিক্ষা চাইবে...