স্বপ্নের ভেতর নিজেকে ছেঁড়ে দিই
জীবনটাকে ইতিহাস ভেবে
আমার জানালার পাশে
নীল আকাশের চোখের নীচে
রোজ ভোরে একটা হৃদয়ে জন্ম নিই
সে আমাকে দূরে রেখে
বিষাদের রঙ মাখায় আর
ছড়িয়ে দেয় তীব্র রোদের ফেনা
আমার সমস্ত আশা
পড়ন্ত বিকেলের রোদে
সন্ধ্যায় মেরুন মেঘের আলোয়
জীবনটা ভারি চমৎকার হয়ে
ছোট ছোট স্বপ্নগুলো
মায়াবী দেশের ভেতর হারিয়ে গেল।